শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩০

খুবই দেরী হয়ে গেল, কিন্তু নিরুপায় হয়েই শেষ পর্যন্ত দুইটি মাত্র পূর্ণদৈর্ঘ্য কমিকস দিয়ে শেষ পর্যন্ত আজ দশমীর দিন শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩০ প্রকাশ করলাম। সময় ও কাজের সঙ্গে লড়াই করতে করতে এবারের সংখ্যায় সম্পাদকীয় দিতে পারলাম না। যাই হোক, আশা করি, সম্মানিত সদস্যরা আমার পরিস্থিতি বিচার করে মার্জনা করবেন।
24th October, 2023 8:01 AM
Comments
No Comments!